চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে আটজনের দায় পেয়েছে পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
পুরনো ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যুর ঘটনায় তিন বছর তদন্তের পর আটজনের দায় পেয়েছে পুলিশ।
এই আটজনের মধ্যে ওয়াহিদ ম্যানশনের মালিক- দুই ভাই- হাসান সুলতান ও হোসেন সুলতানের পাশাপাশি রয়েছেন ওই ভবনের গুদামের ভাড়াটিয়ারা। প্রসাধনী সামগ্রীর ওই গুদামে থাকা দাহ্য পদার্থই ভবনটিকে অগ্নিকুণ্ড করে তুলেছিল বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারিতে সংঘটিত ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যু হয়, আহত হন অনেকে। অগ্নিকাণ্ডে নিহত মোহাম্মদ জুম্মনের ছেলে আসিফ মামলা করলে তিন বছর তদন্তের পর আটজনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন চকবাজার থানার ওসি আবদুল কাইয়ুম। আসামীরা হলেন- হাসান সুলতান, হোসেন সুলতান সোহেল, ইমতিয়াজ আহমেদ, মোজাম্মেল ইকবাল, মোজাফফর উদ্দিন, জাওয়াদ আতিক, মোহাম্মদ নাবিল ও মোহাম্মদ কাশিফ।




















