চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী ‘কালার্স অব নেচার’ শুরু ১৮ জুলাই

- আপডেট সময় : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২০১৬ বার পড়া হয়েছে
দেশের প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী ‘কালার্স অব নেচার’ আগামী শুক্রবার, ১৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে রাজধানীর ধানমন্ডিতে। প্রদর্শনীটি চলবে ২৪ জুলাই পর্যন্ত শফিউদ্দিন শিল্পালয়, হাউজ-২১-এ, রোড-৪, ধানমন্ডিতে।
‘কালার্স অব নেচার’ প্রদর্শনীটিতে পরিবেশ, প্রকৃতি ও জীবনের সৌন্দর্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিল্পীর সৃষ্টিশীল ক্যানভাস। শিল্পী ফরিদা ইয়াসমীন জানান, তার এবারের প্রদর্শনীতে থাকছে বেশ কিছু নতুন চিত্রকর্ম।
তিনি বলেন, চিত্রশিল্পের প্রতি তরুণদের আকৃষ্ট করা প্রয়োজন বলে মত দেন তিনি। তিনি জানান পরিবারের উৎসাহ এবং ছোট বেলা থেকে শিল্পের প্রতি অনুরাগই তাকে চিত্রশিল্পী হতে প্রেরণা জুগিয়েছে। চট্টগ্রামে বেড়ে উঠা হলেও জীবনের একটি দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন প্রবাসে। আর তাই তার চিত্রকর্মে ছিল শেকড়ের প্রতি টান, মাতৃভূমির প্রতি মমতা আর দেশে ফেরার আকুতি।
প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মের প্রকারভেদ এবং আগামীর প্রত্যাশাও জানান তিনি। “প্রকৃতির রং ও রূপ আমার সৃষ্টির প্রধান অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, শিল্পের মাধ্যমে আমরা প্রকৃতির সাথে আরও গভীরভাবে সংযুক্ত হতে পারি। এই প্রদর্শনীর প্রতিটি চিত্র আমার সেই অনুভবেরই রূপায়ণ।”
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, এই আয়োজনের মধ্য দিয়ে ফরিদা ইয়াসমীনের শিল্পভাষা ও চিন্তার বহিঃপ্রকাশ আরও এক ধাপ এগিয়ে যাবে। শিল্প অনুরাগী, শিক্ষার্থী ও সকল দর্শনার্থীদের প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। প্রদর্শনীটি পর্দা নামবে ২৪ জুলাই বৃহস্পতিবার।