চিকিৎসকের থাকা-খাওয়ায় ২০ কোটি টাকা খরচের সংবাদের প্রতিবাদ ডিএমসি কর্তৃপক্ষ’র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকের থাকা-খাওয়ায় ২০ কোটি টাকা খরচের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ডিএমসি কর্তৃপক্ষ।
তাদের দাবি, গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদটি আংশিক হিসাবে এসেছে। সকালে সংবাদ সম্মেলনে ডিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দীন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রথম থেকেই করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে আসছে। বিশাল এই সেবা ব্যবস্থায় দুটি ইউনিট মিলে ৩ সপ্তাহে দুই হাজার দুইশ’ ছিয়াত্তর জন ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও কর্মচারীকে হোটেলে থাকা-খাওয়া ও যাতায়াত সুবিধা দেয়ায় এ বিশাল অংকের টাকা ব্যয় হয়েছে। প্রত্যেককে দৈনিক সরকারের বেঁধে দেয়া ৫০০ টাকার মধ্যেই খাবার সরবরাহ করা হয়েছে। ডিএমসির পরিচালক অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল এ ধরনের বানোয়াট সংবাদ পরিবেশন করেছে।