চাকসু নির্বাচনে ছাত্রদল-শিবিরের প্যানেলের আকাশচুম্বী প্রতিশ্রুতি

- আপডেট সময় : ০৪:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচন উপলক্ষে প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্রশিবিরের প্যানেলের মতোই আকাশচুম্বী প্রতিশ্রুতি দিচ্ছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে এখতিয়ারের বাইরে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সন্দেহের কথা বলছেন শিক্ষর্থীরা। তাদের মতে, চাকসুর হাতে তেমন কোনো ক্ষমতা নেই। তবে প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে অবাস্তব প্রতিশ্রুতি দিলেও ভোট দেয়ার ক্ষেত্রে সবকিছু বিবেচনা করার কথা জানান ভোটাররা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৯ বছর পরও মেডিকেল সেন্টারটি মানসম্মত হয়নি। এটির আধুনিকায়ন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে একাধিকবার আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। জরাজীর্ণ এই মেডিকেল সেন্টারটিকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরের স্বপ্নের কথা ইশতেহারে বলছে ছাত্রদল। এছাড়া পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। এদিকে, টিএসসি ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, আবাসন সংকট নিরসন, অটোমেশন পদ্ধতি, নারীবান্ধব কমনরুম চালুর মতো পাহাড়সম প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রশিবির।
এখন ভোটের মাঠে নেমে প্রচার প্রচারণায় ইশতেহারের বাইরেও ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা দিচ্ছেন নিত্যনতুন প্রতিশ্রুতি।
পিছিয়ে নেই অন্যান্য প্যানেলের প্রার্থীরাও। প্রতিশ্রুতি দিতে গিয়ে প্রার্থীরা ভাবছেন না চাকসুর সীমাবদ্ধতার কথা।
তবে প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে ইশতেহার দিলেও ভোট দেয়ার আগে শিক্ষার্থীবান্ধব ইশতেহার দেখেই ভোট দেয়ার কথা জানালেন ভোটাররা।
আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- চাকসু ও হল সংসদ নির্বাচন।