চাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম চবি ক্যাম্পাস

- আপডেট সময় : ০৫:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
চাকসু নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ –চাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চাকসু নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নেয়া হয়েছে কঠোর সিদ্ধান্ত। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহজনক যে কাউকেই তল্লাশি করতে পারে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে।
এদিকে, শেষ মুহূর্তে চাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল, একাডেমিক এলাকা, বিশ্ববিদ্যালয় স্টেশন ও ঝুপড়িগুলো। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত লিফলেট বিলি ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। অভিনব কায়দায় ভোটারদের মন জয়ের চেস্টা করছেন কেউ কেউ।
নির্বাচন কমিশন জানিয়েছে চাকসু নির্বাচনকে ঘিরে বিএনসিসি, নিজস্ব নিরাপত্তারক্ষী, পুলিশ ও রেবের সমন্বয়ে সাজানো হবে নিরাপত্তা পরিকল্পনা।
অন্যদিকে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিবির সমর্থিত প্যানেল। একই সাথে নির্বাচনে শিবিরের অতিরিক্ত অর্থ খরচের অভিযোগও উড়িয়ে দিয়েছে প্যানেলটির ভিপি প্রার্থী।
আগামী ১৫ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন।