চাঁদপুরের মতলবে গৃহবধূ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ডাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলবে গৃহবধূ রহিমা বেগম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
দুপুরে মামলার রায় দেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৩ সালের ২১মে আসামীরা রহিমাকে ধর্ষণের পরগলাটিপে হত্যা করে। পরে মরদেহ বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- একই এলাকার জিয়া, কামাল, আবুল বাশার ও মাহমুদা। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে।
নোয়াখালীর সদর উপজেলায় পারিবারিক বিরোধে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে দুই ভাসুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিচারক এনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামি মাইনুদ্দিনকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অপর আসামি সবুজ পলাতক রয়েছে।
















