চলে গেলেন প্রথম চাঁদে পা রাখা নভোচারী মাইকেল কলিন্স

- আপডেট সময় : ০২:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চলে গেলেন প্রথম চাঁদে পা রাখা নভোচারী মাইকেল কলিন্স । ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সে বুধবার যুক্তরাষ্ট্রের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কলিন্সের মৃত্যুতে শোক জানিয়েছে নাসা। নাসার প্রশাসক স্টিভ জুরিক বিবৃতিতে বলেন, একজন মহান পাইলট ও নভোচারীকে হারালাম আমরা।
বিবৃতিতে আরও বলা হয়, তিনি এমন এক বন্ধু ছিলেন যিনি সবসময় মানুষের অগ্রযাত্রায় উৎসাহ দিতেন। কলিন্স যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমি থেকে গ্র্যাজুয়েট করেন। পরে বিমানবাহিনীতে যোগ দেন। ১৯৬৩ সালে নাসা তাকে পাইলট হিসেবে নিয়োগ দেয়। ১৯৬৯ সালে ২০ জুলাই চাঁদের বুকে প্রথম পা রেখেছিল নাসার অ্যাপোলো- ১১ চন্দ্রযান। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং। তারপর এডুইন অলড্রিন। তাদের সহযোগিতা দিতে ওপরে কমান্ড মডিউল নিয়ে প্রদক্ষিণ করছিলেন পাইলট মাইকেল কলিন্স। এ কারণে তাকে ‘বিস্মৃত নভোচারী’ বলা হয়। এ তিনজনের মধ্যে আর্মস্ট্রং মারা যান ২০১২ সালে। এখন শুধু বেঁচে আছেন এডুইন অলড্রিন। মাইকেল কলিন্স ১৯৩০ সালে ইতালিতে জন্ম নেন।