চলতি মাসের শেষ সপ্তাহে আলোচিত মেজর সিনহা হত্যা মামলার রায়

- আপডেট সময় : ০৪:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
এ মাসের শেষ সপ্তাহে আলোচিত মেজর সিনহা হত্যা মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তৃতীয় দিনে মামলার যুক্তিতর্ক শুরুর আগে এ কথা বলেন ফরিদুল আলম।
কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে মঙ্গলবার সকালে যুক্তিতর্ক চলছে। দিনের শুরুতে আসামি লিয়াকতের আইনজীবী অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করেন। এরপর বহিষ্কৃত ওসি প্রদীপের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে খণ্ডনে যাবেন রাষ্ট্রপক্ষ। সকাল ৯টায় প্রদীপ কুমার দাশসহ মামলার ১৫ আসামিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। আগামীকাল এ যুক্তিতর্ক শেষ হওয়ার কথা। রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, এ মামলায় আট দফায় গত বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্যগ্রহণের জেরা শেষ হয়। রোববার থেকে চলছে যুক্তিতর্ক। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।