চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে লিটন দাসকে নিয়ে খেলা ধরেন মুশফিকুর রহিম

- আপডেট সময় : ১২:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে লিটন দাসকে নিয়ে খেলা ধরেন মুশফিকুর রহিম। দারুণ খেলছিলেন তারা। তাতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই হোঁচট খায় তারা। ২য় দিনে প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট মুমিনুল বাহিনী।
সূচনাতেই প্যাভিলিয়নের পথ ধরেন লিটন। টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির স্বপ্ন ধুলিস্মাৎ হয়ে যায় ফাহিম আশরাফের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন ডিপেন্ডেবল মুশফিক। ফেরার আগে খেলেন ১১ চারে ৯১ রানের লড়াকু ইনিংস। এরপর ১১ রানে ফিরেছেন তাইজুল, মেহেদি মিরাজ ৩৮, জায়েদ ৮ রান করে সাজঘরে ফেরেন। আগের দিনের ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নামে বাংলাদেশ। লিটন দাস ১১৩ এবং মুশফিকুর রহিম ৮২ রান নিয়ে খেলা শুরু করেন। তবে এদিন প্রথম দিনের মতো সাবলীল ছিলেন না লিটন।শুরু থেকে খাবি খাচ্ছিলেন। একপর্যায়ে হাসান আলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। অবশ্য প্রথমে তাকে আউট দেননি আম্পায়ার মাইকেল গফ। পরে রিভিউ নিয়ে দিনের প্রথম সাফল্য পায় পাকিস্তান। এতে ভাঙে লিটন-মুশির ২০৬ রানের জুটি।