চট্টগ্রামে ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাস্থ্য সুস্থতা মেলা ২০২২ অনুষ্ঠিত হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক স্বাস্থ্য সুস্থতা মেলা ২০২২ অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে।
হোটেল রেডিসনের মেজবান হলে অনুষ্ঠিতব্য এই মেলায় বাংলাদেশ, ভারত ও মালয়েশিয়ার শীর্ষ ২৫টি মেডিকেল ও ডায়গনস্টিক সেন্টার অংশ নেবে। কোলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স, মাটিটা ওয়েলনেস এন্ড হসপিটালিটি ও এপোলো হাসপাতাল গ্রুপ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। সকালে চট্টগ্রাম চেম্বারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, এফবিসিসিআই’র পরিচালক ডা. মুনাল মাহবুব। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।