চট্টগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ একজন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে একটি যাত্রীবাহি গাড়িতে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ একজন আটক করেছে রেব।
নগরীর অলংকার মোড়ে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। রেব জানায়, দীর্ঘদিন যাবৎ ফেনী সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকা, চাঁদপুর, কুমিল্লা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করতো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।