চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বন্দর এলাকার প্রিপোর্ট কলসী দিঘীর পাড় এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ তিনজনের অবস্থা আশংকাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, ভোররাতে আগুনে দগ্ধ দুই শিশুসহ একই পরিবারের ৫ সদস্যকে হাসপাতালে আনা হয়। বর্তমানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। মধ্যে শিশু দুটি শঙ্কামুক্ত। অন্য তিনজনের শরীরের ২৫ থেকে ৩০ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি তিন জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস