চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১৬ বেডের একটি আইসিইউ ইউনিট চালু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১৬ বেডের একটি আইসিইউ ইউনিট চালু করেছে স্বাস্থ্য বিভাগ।
সকালে এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল নামের একটি বেসরকারী হাসপাতালে এই ইউনিটটির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে করোনা আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। সরকারী ও বেসরকারী কোনো হাসপাতালে শয্যা খালি নেই। প্রতিটি আইসিইউ বেডের বিপরীতে ৩৫ থেকে ৪০ জন করে রোগীর সিরিয়াল থাকছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবেই এ ইউনিটটি চালু করা হয়েছে বলে জানান তিনি।