চট্টগ্রামের সীতাকুণ্ডে এক হাজার ৬শ’টি অবৈধ গ্যাস সিলিন্ডারসহ চক্রের সদস্যদের গ্রেফতার করেছে রেব

- আপডেট সময় : ০৭:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৭৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে এক হাজার ৬শ’টি অবৈধ গ্যাস সিলিন্ডারসহ চক্রের সদস্যদের গ্রেফতার করেছে রেব। ভোরে তুলাতুলি জাহাজ ভাঙ্গা শিল্প এলাকার একটি তেলের ডিপোতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
রেব জানায়, ওই তেলের ডিপোর ভেতরে গ্যাস সিলিন্ডার ঝুঁকিপুর্ণভাবে কেটে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় রেব। এসময় ১ হাজার ৬’শ পিচ সিলিন্ডারসহ এই চক্রের তিন সদস্য জাহাঙ্গীর আলম, ইমতিয়াজ উদ্দিন ও জহির হোসেনকে গ্রেফতার করা হয়। এর আগে চলতি মাসের শুরুতেও একই এলাকা থেকে ১০ হাজার সিলিন্ডারসহ এই চক্রের তিন মূল হোতাসহ ৯ জনকে গ্রেফতার করে রেব। রেবের দাবি দীর্ঘ দিন ধরেই সীতাকুণ্ডের একটি চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারগুলো কম দামে সংগ্রহ করে রি-রোলিং মিলে বিক্রি করতো। তাদের জন্য বাজারে সিলিন্ডার সংকট সৃষ্টি হচ্ছিল। এসব কারণে দফায়-দফায় সিলিন্ডারের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এছাড়া নিয়ম নীতি না মেনে সিলিণ্ডার কাটায় পুরো এলাকায় বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়।