চট্টগ্রামের পতেঙ্গায় ডিপোতে ইঞ্জিন বিস্ফোরণে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পতেঙ্গায় ডিপোতে ইঞ্জিন বিস্ফোরণে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৪ নম্বর ঘাটের কাছে ইনকন্ট্রেড বেসরকারি কনটেইনার ডিপোর এই বিস্ফোরণে আহত হয়েছেন আরো তিনজন।
দুপুরে ডিপোর ভেতরে গাড়ি তেলের ট্যাংক ওয়েল্ডিং করতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে গাড়িটি মেরামতে নিয়োজিত চারজনসহ ডিপোর আরো দুই কর্মচারী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরো তিন’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।