চট্টগ্রামের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলীর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন : ড. হাছান মাহমুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের জেএমসেন হল এলাকায় জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলীর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি মন্তব্য করেন, ধর্মীয় ইস্যুকে সামনে এনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে একটি রাজনৈতিক দল।
এই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, বরাবরের মতো সরকার তাদের কঠোর হাতে দমন করবে বলেও হুঁশিয়ারি জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বক্তব্য রাখেন। পড়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে লাখো মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য রেলী বের হয় নগরীতে।