চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় দেয়াল ধসে শিশু, নারীসহ ৮ জন আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় দেয়াল ধসে শিশু, নারীসহ ৮ জন আহত হয়েছে।
দুপুর সাড়ে ১২ টায় নগরীর আগ্রাবাদ চৌহমুনী এলাকার নুর আহমদ শাহ’র বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের মাটি তুলে পুরোনো দেয়ালের পাশে স্তুপ করে রাখা হচ্ছিলো। মাটির ভারে পুরোনো দেয়ালটি পাশের রাস্তায় ধসে পড়লে নারী, শিশুসহ ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা।