ঘূর্ণিঝড় ইয়াসে সাতক্ষীরার ৪ উপজেলায় বাঁধ ভেঙে লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি
- আপডেট সময় : ০১:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ইয়াসে সাতক্ষীরার ৪ উপজেলায় বাঁধ ভেঙে লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি। ভেসে গেছে কাঁচা বাড়ি-ঘর ও সাড়ে ৭ হাজার মাছের ঘের। এখনও জোয়ার-ভাটা চলছে শ্যামনগর ও আশাশুনি উপজেলার গাবুরা, পদ্মপুকুর, প্রতাপনগরসহ বেশ কয়েকটি ইউনিয়নে। এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ।
জেলায় ছোট-বড় মিলিয়ে ৬৮ হাজার বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। এর মধ্যে ইয়াসের প্রভাবে সাড়ে সাত হাজার মাছের ঘের ও ১৯২টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, ২০ কিলোমিটার বাঁধ ভেঙে বিপুল পরিমাণ কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৩৫ হাজার পরিবারের লক্ষধিক মানুষ।
বাঁধ মেরামতের কাজ চলছে জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলেন, দ্রুত অর্থ বরাদ্দ পেলে চব্বিশটি গ্রাম বাচানো যাবে। মাছ এবং অবকাঠামোগত ক্ষতির পরিমান ধরা হয়েছে ১৬ কোটি টাকা। তবে, ক্ষয়-ক্ষতির পরিমান আরও বাড়বে বলে জানিয়েছে, মৎস্য বিভাগ। ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন, জেলা প্রশাসক। ত্রান নয়, টেকসই বেড়িবাঁধ চায় উপকূলবাসী।
















