ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- আপডেট সময় : ০৮:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের আজ থেকেই ঘর নির্মাণ, অর্থ ও ত্রাণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ইতোমধ্যে প্রধামন্ত্রীর কার্যালয়ের সচিব ও পরিচালকরা ক্ষয়ক্ষতি পরিমাপের জন্য জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের ছুটির সময়ও সক্রিয় থাকবেন তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া জানান,ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি নিরুপন করে কার্যকর ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।এ লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণের কাজ করেছেন । পাশপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ,বিদ্যুৎ লাইন মেরামত, কৃষি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতি নিরুপন , সড়ক, বেড়িবাঁধে এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরুপনের কাজও চলছে। লকডাউন পরিস্থিতে সরকারি ছুটির দিনেও খোলা থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়।