গোয়েন্দা অধিদপ্তরের ভুয়া ফিল্ড অফিসার পরিচয়দানকারী জয়নাল আবেদীন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের ভুয়া ফিল্ড অফিসার পরিচয়দানকারী জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জে এনএসআইয়ের নাম ভাঙ্গিয়ে এবং নকল আইডি কার্ড দেখিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিলো।
গোপন সংবাদ পাওয়ার পর ঐ ব্যক্তিকে চিহ্নিত করতে নজরদারী ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়। পরে রোববার ভুয়া ফিল্ড অফিসার জয়নাল আবেদীনকে চাঁদাবাজির সময় নকল আইডি কার্ডসহ হাতেনাতে আটক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা এনএসআই। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সে স্বীকার করেছে, ফিল্ড অফিসার পরিচয়ে বিভিন্ন দোকান-পাট, কানসাট বাজার, শিবগঞ্জ বাজার, ধোবরা বাজারসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ অনৈতিক সুবিধা আদায়ে তৎপরতা চালিয়ে আসছিল।
















