গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রস্তুতি সম্পন্ন : শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
কাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। ইতিমধ্যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে সমাধি সৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সব প্রস্তুতি। সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবনে করা হয়েছে শোভাবর্ধন। পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবী নেতাকর্মীদের।
শোকের আবহ সৃষ্টি করতে মোড়ে মোড়ে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে তোরণ। বাসা-বাড়ী, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে টাঙ্গানো হয়েছে কালো পতাকা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, জানিয়েছেন পুলিশ সুপার।
টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় কর্মসূচী শেষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবে গোটা জাতি।