গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা
																
								
							
                                - আপডেট সময় : ০৯:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৬২৮ বার পড়া হয়েছে
 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনুমোদন না দেয়ার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়ে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা।
ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা ইউজিসির নির্দেশনা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। রাতেও আন্দোলনস্থলে অবস্থান করে শিক্ষার্থীরা। গত ৬ ফেব্রুয়ারি ইউজিসি’র এক সভায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়া হয় এবং বতর্মান ভর্তিকৃত শিক্ষার্থীদের অনুমোদন দিলেও ইতিহাস বিভাগের অনুমোদন দেয়া হয়নি। পরে এ খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
																			
																		














