গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ছয় বছরেও কার্যকর হয়নি ৭ জনের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০১:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ছয় বছর আজ।
ভয়াবহ ওই হামলায় ১৭ বিদেশিসহ প্রাণ হারায় ২২ জন। কোনো ধরনের হামলা করার সক্ষমতা জঙ্গীদের নেই।
তবে, এখনই আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানিয়েছে রেব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার।
হামলাকারীদের মধ্যে ৭ জনের ফাঁসির আদেশ হলেও, কার্যকর হয়নি এখনও। দীর্ঘ ১৯ মাস পেরিয়ে গেলেও উচ্চ আদালতে বিচারিক কার্যক্রমের তেমন অগ্রগতি নেই। ২০১৬ সালের ১ জুলাই রাতে এক নারকীয় হত্যাকাণ্ড ঘটে গুলশানের হলি আর্টিজানে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলা চালায় ৫ শিক্ষার্থী। জিম্মি হন দেশি-বিদেশিরা। কয়েকবার প্রস্তুতি নেয়ার পরও স্পর্শকাতর বিবেচনায় ওই রাতের বদলে পরদিন সকালে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যদের পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্টে’ অবসান হয়, জিম্মিদশার। নিহত হয় ৫ হামলাকারী। সকালে গুলশানের হলি আর্টিজন রেস্তোরাঁয় শ্রদ্ধা জানানো শেষে রেবের মহাপরিচালক বলেন, জঙ্গীরা এখন আর সংগঠিত নেই। মাঝে মাঝে মাথাচাড়া দিলেও এমন হামলার সক্ষমতা নেই।
















