গুলশানের একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনায় ৭ জন আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানের একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনায় ৭জন আহত হয়েছেন।
সকাল ১১টার দিকে ভবেনের দ্বিতীয় তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ভবনের পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক রিকসা চালকসহ ৭জন আহত হয়। আহতদের চিকিৎস্যার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনের দ্বিতীয় তলার এসি বিস্ফোরণের ফলে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।