গুজরাটে ১৪ বছর আগে ধারাবাহিক বোমা হামলার মামলার রায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ১৪ বছর আগে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় দিয়েছে আদালত। রায়ে ৩৮ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ মামলার বাকি ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
১৩ বছরের বেশি সময় পর গত বছরের সেপ্টেম্বরে এই মামলার বিচারকাজ শেষ হয়। ৮ ফেব্রুয়ারি গুজরাটের বিশেষ আদালত ৪৯ আসামিকে দোষী সাব্যস্ত করে। আর ২৮ জনকে খালাস দেয়। ২০০৮ সালের ২৬ জুলাই মাত্র ৭০ মিনিটের ব্যবধানে আহমেদাবাদের বিভিন্ন এলাকায় ২১টি বোমা হামলার ঘটনা ঘটে। এতে মোট ৫৬ জন নিহত হন, আহত হন দুই শতাধিক মানুষ।























