গাজীপুরে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
গাজীপুরের গাছার দক্ষিণ খাইলকুর এলাকায় থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে স্থানীয় বগারটেক এলাকায় তাদের প্রাইভেটকারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
শিক্ষক দম্পতির ছেলে মিরাজ জানান, টঙ্গীর কামারজুরি এলাকার বাড়ি থেকে গতকাল সকালে নিজেদের গাড়িতে করে তারা স্কুলের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতভর খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি স্বজনরা। ভোরের দিকে গাজীপুর মহানগরের গাছা থানার দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতর চালকের আসনে প্রধান শিক্ষক ও পাশের আসনেই স্ত্রীর নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাজীপুর মহানগর গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী জানান, ময়মনতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মরদেহ।




















