গাজীপুরের সালনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
গাজীপুরের সালনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন।
সকালে, এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামালপুরের বাসিন্দা মোরশেদা ও সাজেদা আক্তার। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা রাজশাহী রেলপথের টেকিবাড়ি এলাকায় ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে যান ওই দুজন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন দুই নারী। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


























