গাজীপুরের শ্রীপুরে ওয়ালটনের একটি গোডাউনে অগ্নিকাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে ওয়ালটনের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুপুরে লাগা আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান,বরমী কলেজ রোড এলাকায় প্রবাসী রাসেল মোড়লের তিনতলা বাসার নিচতলা ওয়ালটনের গোডাউনে আগুণের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওপরের তলায় আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় শ্রীপুর ও জয়দেবপুর দমকল বাহিনী এসে নিয়ন্ত্রণে আনে। গোডাউনে থাকা ফ্রিজ, টিভিসহ বহু মালামাল ছিল। প্রায় সবকিছুই পড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলতে না পারলেও কোটি টাকার ক্ষতি হতে পারে বলে ধারণ করেন তিনি।


























