গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

- আপডেট সময় : ০৮:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব, গাজীপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ বিতর্কিত মন্তব্যে জেরে গেলো ১৯ নভেম্বর প্রথমে দল থেকে বাদ পড়েন গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম। পরে ২৫ নভেম্বর তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সরকারের নেয়া ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ২০১৮ সালে নির্বাচিত এই মেয়র।
তারই ধারাবাহিকতায় উভয়পক্ষের শুনানি শেষে রুল জারি করে উচ্চ আদালত।
অ্যাটর্নি জেনারেল আরো জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলাগুলো তদন্ত চলবে।
একই ঘটনায় বিভিন্ন জেলার ৭টি মামলায় আগাম জামিন পান বিতর্কিত মেয়র জাহাঙ্গীর আলম।