খুলনায় কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামী পিবিআই পরিদর্শক কারাগারে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
খুলনায় কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামী পিবিআই পরিদর্শক মঞ্জুর হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোসাঃ দিলরুবা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সকালে ইন্সপেক্টর মাসুদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। মামলার বিবরণে জানা যায়, পিবিআই ইন্সপেক্টর মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থেকে এ মামলায় দুই সপ্তাহের অন্তবর্তী জামিন পান। আজ জামিন মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। গত ১৫ মে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে।