খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
আগের শর্তেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে আজ।
খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এর আগে ২৪ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ১১ সেপ্টেম্বর ষষ্ঠ দফায় তা বাড়ানোর আবেদন জানায় পরিবার। দুই বছর দেড় মাস কারাভোগের পর শর্তসাপেক্ষে ২০২০ সালের ২৫ মার্চ বিএসএমএমইউ থেকে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে বাসায় থাকার অনুমতি দেয় সরকার।