খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- আপডেট সময় : ০৭:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশাল, খুলনা, রংপুর-সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। এ সময় বক্তারা খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান ।
বরিশাল জেলা ও মহানগর বিএনপি আলাদা বিক্ষোভ সমাবেশ করেছে। দুপুরে দলীয় কার্যলয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
এদিকে টাউন হল চত্বরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শহরের এইচ এস এস সড়কের জেলা কার্যালয়ে এ সমাবেশ করে তারা।কুড়িগ্রাম শহরে দলীয় কার্যলায়ের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল বের তাতে বাঁধা দেয় পুলিশ। পাবনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপত্বিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রংপুরেও খালেদা জিয়ার কারাভোগের দুবছর পুর্তি ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। দুপুরে দলটির নেতা-কর্মীরা নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশের বাধায় সেখানেই প্রতিবাদ সমাবেশ করে।
খালেদা জিয়ার মুক্তির দাবীতে সাতক্ষীরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এত সভাপতিত্বে করেন।