খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের প্রস্তুতি

- আপডেট সময় : ০২:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি।এজন্য ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দফায় দফায় বৈঠকও করেছেন।
ঢাকাসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের সমাবেশে আসার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা থাকবেন। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সমাবেশ করার অনুমতির জন্য ডিএমপি কমিশনার শফিকুল ইসলামকে চিঠি দেয়া হয়েছিলো। শুক্রবার ডিসি রমনা ফোন করে সমাবেশ করার মৌখিক অনুমতি’র কথা জানান। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় জানান, বৃহস্পতিবার পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়া হয়নি। শুক্রবার অফিস বন্ধ থাকে, তাই এদিনও অনুমতি দেয়ার প্রশ্নই আসে না।
এদিকে সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দেশবাসী ও বিদেশিদের বড় ধরনের মেসেজ দেয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।