খালেদা জিয়াকে বিদেশে নিতে সংসদে আইনমন্ত্রীর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও রাজনৈতিক প্রতিহিংসার বহিপ্রকাশ

- আপডেট সময় : ০১:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
উন্নত চিকিৎসায় জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সংসদে আইনমন্ত্রীর বক্তব্যে ঔদ্ধত্যপূর্ণ ও রাজনৈতিক প্রতিহিংসার বহিপ্রকাশ বলে দাবি করছে বিএনপি। আইনমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানয় বিএনপি।
দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে ভার্চুয়ালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মানবিক অধিকার নিশ্চিতে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহবান জানান তিনি। এসময় করোনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা তুলে ধরেন তিনি। এসময় তিনি আরো বলেন, ভারতের উজানের পানির কারণে বেশ কয়েটি জেলায় বন্যা কবলিত হওয়ার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এছাড়া গতকালে ২১-২২ অর্থ বছরের সমাপনী বক্তব্যে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বক্তব্যেকে মনগড়া বলেও দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।