খাগড়াছড়ি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিস্ফোরক হামলার অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৭৩২ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিস্ফোরক হামলার অভিযোগ পাওয়া গেছে। তবে, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
গতকাল রাত ১০টার দিকে জেলার কলাবাগান মিল্লাত চত্বরের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গাব্রীজের দিক থেকে মোটরসাইকেল করে দুই অজ্ঞাত ব্যক্তি বিএনপি কার্যালয় লক্ষ্য করে কিছু ছুঁড়ে মারে। তখনই বিকট শব্দ হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীকে দোষীদের খুঁজে বের করার অনুরোধ জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানান সদর থানার ওসি।