কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া-আজারবাইজান পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ
- আপডেট সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া-আজারবাইজান পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে। সেইসঙ্গে প্রশ্ন উঠছে রাশিয়ার মধ্যস্থতায় সই হওয়া চুক্তির গ্রহণযোগ্যতা নিয়ে। চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা বাড়ছে।
মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় দীর্ঘ ১০ ঘণ্টা আলোচনার পর চুক্তিতে একমত হয় দুই পক্ষ। সমঝোতা হয়, নার্গোনো-কারাবাখে আদিবাসী আর্মেনীয় বাহিনী সংঘাত বন্ধ করবে। আজারবাইজানের বাহিনী আটক এবং যুদ্ধে নিহতদের মরদেহ ফেরত দেবে। স্থানীয় সময় শনিবার দুপুরে চুক্তিটি কার্যকর হয়। এর কয়েক মিনিটের মধ্যেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজারবাইজান তাদের সাধারণ মানুষের বসতি লক্ষ্য করে গোলা হামলা চালিয়েছে। একইসঙ্গে আর্মেনীয় আদিবাসী বাহিনী জানিয়েছে, নার্গোনো-কারাবাখে নতুন করে অভিযান শুরু করেছে আজারবাইজানের বাহিনী। চুক্তি কার্যকরের মাত্র ৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানায় তারা।
























