কড়াইল বস্তিবাসীর শিক্ষা-স্বাস্থ্য এবং বাসস্থান উন্নয়নের অঙ্গীকার তারেক রহমানের
- আপডেট সময় : ০৯:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৬০০ বার পড়া হয়েছে
রাজধানীর কড়াইল বস্তিবাসীর শিক্ষা-স্বাস্থ্য এবং বাসস্থান উন্নয়নে অঙ্গিকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া-মাহফিল অনুষ্ঠানে এই অঙ্গিকারের কথা জানান তিনি। তুলে ধরেন দেশের মানুষের জীবনমান উন্নয়নে তাঁর বাবা-মায়ের অবদানের কথা।
মঙ্গলবার বিকালে নিজ নির্বাচনি এলাকার কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দোয়া-মাহফিলের মাঠ পায় জনসভার রূপ।
দেশের দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বাবা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন তারেক রহমান।
ভবিষ্যতে সুযোগ এলে বস্তিবাসীর শিক্ষা-স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান উন্নয়নে নানা অঙ্গিকার করেন বিএনপি’র নব-নিযুক্ত চেয়ারম্যান।
এদিন রাজধানীর বনানী ও মহাখালীতে দু’টি দোয়া মাহফিলে অংশ নেনে তারেক রহমান।

















