ক্রোয়েশিয়ায় ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত সাতজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি মঙ্গলবার বিকেলে মধ্য ক্রোয়েশিয়ায় আঘাত হানে।
জীবিতদের খোঁজে উদ্ধারকারী কর্মীরা সারারাত ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপ পরিষ্কার করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গ্লিনা শহরের কাছে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। জাজিনায় একটি গির্জার ধ্বংসস্তূপে সপ্তম ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। পেট্রিনজার মেয়র বলেছেন, ভূমিকম্পে শহরটির প্রায় অর্ধেকই ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা জানান, ভূমিকম্প পরবর্তী আফটারশকে আরও ক্ষয়ক্ষতি হওয়ায় রাতে অনেক লোক তাদের ঘরে ফিরে যেতে ভয় পাচ্ছিলেন। প্রায় ২শ লোক মিলিটারি ব্যারাকে আশ্রয় নিয়েছেন।