ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন আফগানিস্তানের শফিকউল্লাহ শফিক

- আপডেট সময় : ১২:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ম্যাচ ফিক্সিংয়ের কারণে সব ধরনের ক্রিকেট থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ হলেন আফগানিস্তানের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান শফিকউল্লাহ শফিক। বিপিএল ও এপিএলের সাথে ফিক্সিংয়ে জড়িত থাকায় তাকে এই শাস্তি দেয়া হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলতি মৌসুমে সিলেটের হয়ে খেলেছেন শফিক। তার ওপর চার অভিযোগের সবগুলোর প্রমাণ পেয়েছে আইসিসি’র দুর্নীতি বিরোধী ইউনিট- আকসু। শুধু তাই না, নিজে ফিক্সিংয়ে জড়িত তো ছিলেনই, সিলেটের অন্য আরেক খেলোয়াড়কেও ফিক্সিংয়ে জড়িত হওয়ার প্রস্তাব দেন শফিক। সব দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন শফিকউল্লাহ শফিক। বোর্ডকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিনিয়র অ্যান্টি-করাপশন ম্যানেজার সৈয়দ আনোয়ার শাহ কোরাইশী জানিয়েছেন, এ বিষয়ে খেলোয়াড়দের সতর্ক করার পরও এমন কাণ্ডে জড়িয়ে পড়া হতাশাজনক। ক্রিকেটারদের আরও সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।