ক্যামেরুনের কুম্বায় প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ছয় শিশুকে গুলি করে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের কুম্বায় প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ছয় শিশুকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে দোতলা থেকে লাফিয়ে পড়ে আরও বেশ কয়েকজন শিশু আহত হয়েছে। শনিবার দুপুরে বেসামরিক পোশাকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে কুম্বা শহরে আসেন। এর সপর সরাসরি সেখানকার একটি বিদ্যালয়ে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। হামলায় নিহতদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় আহত আরও আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
ওই এলাকায় ২০১৭ সাল থেকে দ্বন্দ্ব-সংঘাতের কারণে শতাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ।