ক্যাপিটল হিলের হামলা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়
- আপডেট সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ক্যাপিটল হিলের হামলাকে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় বলে উল্লেখ করেছেন সে সময় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা অ্যাকুইলিনো গোনেল জানান, দায়িত্ব পালন করতে গিয়ে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তারা।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার তদন্ত শুনানিতে সেদিনের ঘটনার রোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে এ কথা জানান তিনি। নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ কর্মকর্তা শুনানির প্রথম দিনে সাক্ষ্য দেন। তদন্ত শুনানিতে গোনেল আরও বলেন, পুরোপুরি মধ্যযুগীয় কায়দায় সেদিন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এমনকি দায়িত্ব পালন করতে গিয়ে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন বলেও জানান তিনি। গোনেল বলেন, একজন পুলিশ কর্মকর্তা হয়েও আমাদের বিশ্বাসঘাতক বলে হামলা শুরু হয়। গেল ৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের উসকানিতে ক্যাপটিল হিলে হামলা চালায় তার সমর্থকরা।

























