কোলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলি

- আপডেট সময় : ০৮:৩৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
কোলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এক পুলিশ কর্মীর চালানো এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ দু’জন নিহত হয়েছে। ওই নারীকে হত্যার পর নিজেও আত্মঘাতী হন ঐ পুলিশকর্মী।
দুপুরে কোলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ দূতাবাসের সামনে এমন ঘটনা ঘটে। উপ-দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক পুলিশ কর্মী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলিতে একজন নারী পথচারীর তাৎক্ষণিক মৃত্যু হয়। আহত হন আরও একজন। এরপর নিজের বন্দুক দিয়ে নিজেই আত্মঘাতী হন ওই পুলিশ কর্মী। এ ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে আইন শৃংখলা বাহিনী। বাংলাদেশ দূতাবাসের মতো গুরুত্বপূর্ন এলাকায় কী করে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ক্ষোভ জানিয়েছে দূতাবাস কর্মকর্তারা। স্থানীয়রা বলছেন, প্রায় ১২ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ঘটনার সময় ওই নারী স্কুটিতে কোথাও যাচ্ছিলেন। নিহত পুলিশ কর্মীর মরদেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে। আর তার গুলিতে নিহত নারীর মরদেহ পুলিশ নিয়ে গেছে।