কোন ভাবেই চাঁদাবাজদের দৌরাত্ম্য থামছে না ময়মনসিংহের সড়ক-মহাসড়কে

- আপডেট সময় : ০৪:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
কোন ভাবেই চাঁদাবাজদের দৌরাত্ম্য থামছে না ময়মনসিংহের সড়ক-মহাসড়কে। মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালালেও কয়েকদিন পর আবারও বেপরোয়া হয়ে উঠে চাঁদাবাজরা। আইন শৃংখলা বাহিনী বলছে সড়কে চাঁদাবাজির সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
পরিবহন থেকে চাঁদা তোলার নিষেধাজ্ঞা থাকলেও কোন ভাবেই নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না সড়কের চাঁদাবাজদের। ময়মনসিংহ বিভাগীয় শহরের প্রবেশ পথ শম্ভুগঞ্জ, রহমতপুর, দিগারকান্দা, আকুয়া বাইপাসসহ জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে বিভিন্ন সংগঠনের নামে পরিবহন থেকে তোলা হচ্ছে চাঁদা। চাঁদা না দিলে হেনস্তার শিকার হচ্ছেন চালকরা। চাঁদার কারনে একদিকে বাড়ছে পরিবহন ভাড়া অন্যদিকে এর প্রভাব পড়ছে পণ্যর দামের উপর। এতে ভোগান্তিতে পড়ছেন পরিবহনের চালক ও যাত্রীরা।
সড়কে পরিবহন থেকে চাঁদাবাজি আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণভাবে নির্মূল করা হবে বলে আশ্বাস দিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য। এদিকে, মহাসড়কে চাঁদাবাজি বন্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি এর সাথে জড়িত গড ফাদারদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান রেবের এই কর্মকর্তা। শুধু আশ্বাস নয়, সড়ক মহাসড়কগুলো চাঁদাবাজ মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।