কোটা সংস্কার আন্দোলনের আরও দুই সমন্বয়ক ডিবি হেফাজতে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে তাদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য জানতে এই দুজনকেও হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যান সাদাপোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। পরে রাতে ডিবির পক্ষ থেকে তাঁদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয়। এখনো তারা ডিবির হেফাজতেই আছেন।

















