কেপ টাউনে অবস্থিত পার্লামেন্ট ভবনে প্রায় ৩৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবনে প্রায় ৩৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার পার্লামেন্ট ভবনের ছাদ থেকে আবারও ধোঁয়া উড়তে দেখা গেছে।
এর আগে গত রোববার আগুনে পার্লামেন্ট ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পুলিশ এই ঘটনার পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। ধারণা করা হচ্ছে, পার্লামেন্ট ভবনে ওই ব্যক্তি অগ্নিসংযোগের পর চুরি করে থাকতে পারেন। কার্পেট এবং কাঠের মেঝের কারণে আবারও আগুন লাগতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। পার্লামেন্টের মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকজন দমকল কর্মী আগুন নেভানোর জন্য সারারাত কাজ করেছেন। ওই ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।