কেওয়াটখালী পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
 - / ১৫৬৬ বার পড়া হয়েছে
 
ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ফের আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ঘটনায় ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। সকাল সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক প্রাণ নাথ সাহা বলেন, উপকেন্দ্রের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে একটি সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
																			
																		
















