কুষ্টিয়ায় ঈদে প্রেমিকের মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় এক কিশোরীর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় ঈদ আনন্দে প্রেমিকের মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত অনিকা খাতুন নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বুধবার ওই কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আজ ভোরে তার মৃত্যু হয়। নিহত অনিকা কুষ্টিয়া সদর উপজেলার আইলচালা ইউনিয়নের খাজানগর সন্তোষপুরের জিন্নাহ শেখের মেয়ে। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার স্বর্গপুর গ্রামের মনি মন্ডলের ছেলে জুয়েলের সাথে মোটরসাইকেলে ঘুরতে যেয়ে দুর্ঘটনায় পড়ে তারা। এ ঘটনায় গুরুতর আহত অনিকাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় প্রেমিক জুয়েল। কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলকে আটকে অভিযান চলছে।