কুমিল্লা সিটি নির্বাচনে বিজয়ী মেয়র নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি নির্বাচনে বিজয়ী মেয়র নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সিটি কর্পোরেশনে গত ১০ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।
এছাড়া ‘কুমিল্লার অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা ও যানজট। এক বছরের মধ্যে এই দুই সমস্যাও সমাধান করা হবে।’ বুধবার রাতে ফল ঘোষণার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে, রাত পৌনে দশটার দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী। নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আরফানুল হক রিফাত। তিনি পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাককু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।