কুমিল্লায় তিনটি বন্ধ রেল স্টেশনে প্রতি মাসে খরচ দেড় লাখ : নেই কোনো আয়

- আপডেট সময় : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কুমিল্লায় তিনটি বন্ধ রেল স্টেশনে প্রতি মাসে দেড় লাখ টাকা খরচ হলেও কোনো আয় নেই। কোনো ট্রেন সেখানে থামে না। তবে, স্টেশন তিনটি ধীরে ধীরে বিনোদন কেন্দ্রে পরিণত হচ্ছে। আশপাশ ও শহর থেকে মানুষ বেড়াতে যান সেখানে। স্টেশন চালুর দাবিও জানান তারা। কুমিল্লার স্টেশন মাষ্টার জানান, প্রয়োজনীয় লোকবল পেলে ভবিষ্যতে স্টেশন তিনটি চালু হতে পারে।
কুমিল্লার লালমাই, ময়নামতি ও আলীশ্বর রেল স্টেশনে থামে না কোন ট্রেন। নান্দনিক এসব রেল স্টেশন পরিনত হচ্ছে মানুষের বিনোদন কেন্দ্রে।
বিকাল হলেই পাশবর্তী এলাকার পাশাপাশি শহর থেকে মানুষ ভীড় করেন এসব স্টেশনে। প্লাটফর্মে ও রেল লাইনের উপর বসে আড্ডা দেয়। ফুট ওভারব্রীজসহ সব স্থানে ঘোড়াঘুড়ি করে। ছবি তোলা, টিকটক ভিডিও করে কাটায় সময়। ছোট বাচ্চারা ছুটাছুটি করে।
কুমিল্লা রেল স্টেশন থেকে এক কিলোমিটার দূরত্বে ময়নামতি রেল স্টেশন। কোন প্রয়োজন না থাকায় ১০ বছর আগে বন্ধ করে দেয়া হয়। ৫০ কোটি টাকা ভ্যয়ে স্টেশনটি সম্প্রতি অত্যাধুনিক করা হয়েছে। লালমাই রেল স্টেশনটিও একই বাজেটে সংস্কার করা হয়েছে। আলীশ্বর রেল স্টেশন লাকসাম জংশন থেকে মাত্র এক কিলোমিটার দুরে অবস্থিত । কোন প্রয়োজন না থাকায়, এক যুগ আগে এটিও বন্ধ হয়ে গেছে।
তিন স্টেশন থেকে এক টাকা আয় না হলেও প্রতি মাসেই সরকারকে গুণতে হচ্ছে দেড় লাখ টাকা। ঘুরতে আসা সাধারন মানুষ স্টেশনগুলো দ্রুত চালুর দাবি জানান।
লালমাই রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার জানান, এই স্টেশনটিতে একটি ট্রেন থামলেও কোন যাত্রী উঠানামা করেন না।
কুমিল্লা রেল স্টেশন মাষ্টার বলেন, কুমিল্লা বিভাগ হলে, এই স্টেশনগুলো কাজে লাগবে। তবে এখানে জনবল সংকট রয়েছে।
মানুষের পদচারণা বাড়ায়, নিরাপত্তার বিষয়টি নজর রাখার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।