কুমিল্লার মণ্ডপকাণ্ডে গ্রেফতার ইকবালসহ ৪ জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কুমিল্লার মণ্ডপকাণ্ডে গ্রেফতার ইকবালসহ ৪ জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে ইকবালসহ বাকীদের আদালতে নেয়া হলে এই আদেশ দেন ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান। একই মামলায় গ্রেফতার আছেন স্থানীয় ইকরাম, ফয়সল ও হুমায়ুন।
ইকবাল কীভাবে কক্সবাজার পৌঁছালো, সে মানসিক রোগী হলে কেনই বা মণ্ডপে পবিত্র কোরআন রাখলো, যারা লাইভে গিয়ে উত্তেজনা ছড়িয়েছে, যাদের সাথে তার মসজিদে কথা হয়েছিল এসব বিষয়ে জানতে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার কক্সবাজার থেকে ছাত্রলীগের তিন কর্মীর সহায়তায় ইকবালকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। সেখান থেকে শুক্রবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সে ফেরত আনা হয় গ্রেফতার ইকবালকে। শুক্রবার দিনভর জিজ্ঞাসাবাদের পর আজ দুপুরে তাকে আদালতে তোলা হয়।